১৬ আগস্ট ২০২৪ , ২:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে ৬ গ্রাম হিরোইন উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষাথীরা। আটক ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের ১ নং ওয়ার্ডের জহুরুল হক এর ছেলে নুরুজ্জামান (৪৫)। বুধবার ১৪ আগষ্ট রাত ৮ টার সময় উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজি গ্রামের মানিককাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমগীর হোসেন ও ওসমান গণি জানায়, আমরা জানতে পারি যে ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। সে মাদক অন্যত্র দেওয়ার জন্য অবস্থান করছে তখন আমরা তাকে আটক করি। তাকে তল্লাশি করে ৬ গ্রাম হিরোইন পাই। তিনি একজন বড় ব্যবসায়ী। তার বাসা ভোটহাট। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইছহাক আলী সত্যতা নিশ্চিত করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) এর আসামী নুরুজ্জামানতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে