১৬ আগস্ট ২০২৪ , ১২:৩১:১২ প্রিন্ট সংস্করণ
বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিএনপির অবস্থান কর্মসূচী পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ঠ) বিকাল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচীর পর একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন।
উপজেলা ও বাঘা পৌর বিএনপির যৌথ আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক, সাবেক যুবদল নেতা মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা আবু সালেহ সালাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার প্রমুখ। বক্তারা বলেন,আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে নেতা-কর্মীদের উপর অনেক নিপিড়ন-নির্যাতন করেছে। পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে সেখ হাসিনা। আমাদের অনেক পথ পড়ি দিতে হবে। তাই নিজেদের অবস্থান থেকে সকলকেই কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা আফাজ উদ্দীন,যুবদল নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, সাহবাজ আলী, বদশা আলম,ছাত্রদল নেতা টনিসহ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত-কর্মীা।#