দেশজুড়ে

বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল।

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিএনপির অবস্থান কর্মসূচী পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ঠ) বিকাল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচীর পর একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন।
উপজেলা ও বাঘা পৌর বিএনপির যৌথ আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক, সাবেক যুবদল নেতা মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা আবু সালেহ সালাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার প্রমুখ। বক্তারা বলেন,আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে নেতা-কর্মীদের উপর অনেক নিপিড়ন-নির্যাতন করেছে। পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে সেখ হাসিনা। আমাদের অনেক পথ পড়ি দিতে হবে। তাই নিজেদের অবস্থান থেকে সকলকেই কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা আফাজ উদ্দীন,যুবদল নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, সাহবাজ আলী, বদশা আলম,ছাত্রদল নেতা টনিসহ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত-কর্মীা।#

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া সেই রিক্সাচালককে অটোরিক্সা কিনে দিলেন মানবতার ঝুড়িওয়ালা।

নান্দাইলে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃসৌরভ কুমার বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টা হতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান, এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, নির্বাচন কর্মকর্তা ইসহাক, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, আইন শৃঙ্খলা সভার সাথে গুরুত্বপূর্ণ ১৭’টি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কোটি টাকা বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউনিক ইয়ুথ ফোরামের সদস্য নবায়ন -২০২৩।