১৫ আগস্ট ২০২৪ , ১০:২৭:৪০ প্রিন্ট সংস্করণ
টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, মহাসড়কে গণমিছিল
মোঃ শাহজালাল দেওয়ান : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এ সময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে গণমিছিল করে দলটি। বৃহস্পতিবার বিকালে স্থানীয় নতুনবাজার আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহাসড়কে গণমিছিল করে তারা। গণমিছিলটি টঙ্গী স্টেশন রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজ গেটে গিয়ে শেষ হয়। গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এমএ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন শফি,৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হসেম,,বিএনপি নেতা গাজী আমানউল্লা,টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি),যুবদলের বেনজির রহমান খান পিনটু,নুরি মোস্থফা খান এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
####
টঙ্গী থেকে মোঃ শাহজালাল
তারিখ : 15.08.2024