দেশজুড়ে

জামায়াতে ইসলামীর চৌমুহনী শহরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর চৌমুহনী শহরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, (বেগমগঞ্জ)নোয়াখালী।

নোয়াখালীতে কেন্দ্রিয় কর্মসূচির আলোকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা।
বুধবার সকাল থেকে নোয়াখালী চৌমুহানি বাজারে বিভিন্ন স্থানে অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা।
এই সময় তারা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বাদ আছর চৌমুহনী কাচারি বাড়ী মসজিদের সামনে থেকে জামাত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার ডেল্টা গেটের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা কর্ম পরিষদ সদস্য ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল।

তিনি বলেন জালিম সরকার উৎখাতের পরে এদেশে আওয়ামী লীগকে পূর্ণবাসনের ষড়যন্ত্র করছে কিছু লোক।
জামাত-শিবির গত ১৭ বছরে অনেক রক্ত দিয়েছে, যারা তাদের রক্ত নিয়েছে এদেশে তাদেরকে আর পূর্ণবাসন করতে দেওয়া হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাউকে আঘাত করবো না ক্ষমা করে দিয়েছি।

তবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার উপরে গুলি করার হুকুম করেছে, যারা হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
যেকোনো মূল্যে নতুন প্রজন্মের এই স্বাধীনতা যুদ্ধের শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি আজকে সারাদিন অবস্থান নেওয়া ও বিক্ষোভ মিছিল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান। সহ-সেক্রেটারি মাওলানা মোঃ নুর উদ্দিন, ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি দাউদ ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content