জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২৪ , ৪:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

 

 

 

নজরুল ইসলাম আলীমঃ-কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আইনানুগ ব্যবস্থা নিতে অভিযোগ করা হয়েছে।কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে আবেদনে।এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ বিরুদ্ধে হত্যা, অপহরণের অভিযোগ নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করতে রাজধানীর কাফরুল ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগরের মূখ্যে বিচারকি হাকিম (সিএমএম) আদালত।হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬ জনকে এবং অপহরণ মামলায় পাঁচজনতে আসামি করা হয়েছে।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ।।
তাং-১৪/০৮/২০২৪ ইং।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content