১৪ আগস্ট ২০২৪ , ২:৫০:২৩ প্রিন্ট সংস্করণ
যারা সীমান্ত দিয়ে ভারত যেতে চেয়েছিল সেটা ছিল সাজানো একটি নাটক……….. মির্জা ফখরুল।
মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও প্রতিনিধি :
একটি চক্র পরিকল্পিতভাবে যে সরকার পতিত হয়েছে তাদের শাসকগোষ্ঠী তারা বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছে । তারা একসাথে জড়ো হয়েছিল । প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে তারা পরিষ্কার বলেছে যে এই স্টেজ ড্রামা এটি একটি নাটক।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৯ টায় দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,
তারা সবাই খালি , সাথে তাদের স্ত্রী কন্যা সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক করা এবং ওই পারে একটি ধারণা দেওয়া যে তারা এখানে নির্যাতিত হচ্ছে তারা এই দেশে থাকতে পারবে না। যেটা ধোয়া তোলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে সাজানো এবং নাটক। আপনারা দেখেছেন যে আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মী ছুটে বেরিয়েছে। সেই কাজটি করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন। আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমাদের এখানে একজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। একই সাথে মানুষকে যেন ব্যবহার করতে না পারে। আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ আছেন তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না ইন্সুরেন্স ছড়াবেন না প্রভাবিত হবেন না ।আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের বিশৃঙ্খল যেন না হয় সেই দায়িত্ব আমাদের । সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন। বর্তমান সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন এটাই অনুরোধ আপনাদের কাছে।