১৪ আগস্ট ২০২৪ , ১১:৩৪:৪১ প্রিন্ট সংস্করণ
শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র/ছাত্রীদের গণসংবর্ধনা প্রদান।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
১৩/০৮/২০২৪ ইং মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুরের গণমানুষের নেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সফল আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিত,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন, আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, মোঃ রওশন আলী রোশনাই, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, যুবদলের সদস্য সচিব বখতিয়ার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নাদিম শেখ, পৌর কৃষকদলের সভাপতি শহিদুল ইসলাম রাজু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইউনুস আলী প্রমুখ।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হৃদয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজাদপুরের সমন্বয়ক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব, এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অনেক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ঢাকা মডার্ন কলেজের ছাত্র ইমতিয়াজ মাহমুদ ইমন, শাহজাদপুর সরকারি কলেজের সমন্বয়ক রহিমা খাতুন রুপালি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোছাঃ রুবাব সুলতানা রজনী, ইউনিক মডেল স্কুলের সমন্বয়ক মোছাঃ সাদিয়া ইসলাম প্রমুখ।