১৩ আগস্ট ২০২৪ , ১০:৪৪:২২ প্রিন্ট সংস্করণ
৫ আগষ্টের পর সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ”
রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর প্রতিনিধি।
সারাদেশে ৫ আগষ্টের পর হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে রংপুরে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিল হয়েছে। সোমবার দুপুর ২ টায় পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুর নামে এ কর্মসূচি পালন করা হয়। রংপুরের সকল হিন্দু সম্প্রদায়ের ছাত্রদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন।
দুপুর ২ টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এ মানববন্ধন হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা চান।
সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ ‘তুমি কে তুমি কে, বাঙালি বাঙালি’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সনাতনীর ওপর আক্রমণ, মানি না মানব না’, ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন। সেখানে নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘আজ আমরা কয়েক দিন ধরে দিন-রাত পাহারা দিয়ে যাচ্ছি। নিজেদের জানমাল আর সম্ভ্রম রক্ষায় আমরা কাজ করছি। কিন্তু এখন শুধু আত্মরক্ষা করলেই হবে না, সম্মিলিতভাবে প্রতিবাদ চলবে। আমরা আর পালিয়ে থাকতে চাই না। এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।’ তিনি বলেন, শুধু হাতে লাঠি নিয়ে যদি এ দেশের ছাত্রসমাজ একটা পরিবর্তন আনতে পারে, তাহলে তাঁরা কেন পারবেন না। তাঁরা কোথাও পালাবেন না।
শেষে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক মানিক চৌধুরী ৮ দফা দাবী নিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ ও সমাবেশটি শেষ করেন।