কৃষি

লোহাগড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে ছাত্র-ছাত্রীরা

লোহাগড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে ছাত্র-ছাত্রীরা

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি,

বৃহস্পতিবার (৮ আগস্ট) নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা রক্ষার লক্ষ্যে একটি বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় ছাত্র-ছাত্রীরা। যানজট কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

ছাত্র-ছাত্রীরা সড়কে ট্রাফিক আইন অনুসরণ নিশ্চিত করার জন্য গাড়ি এবং পথচারীদের সচেতন করছে। পাশাপাশি, শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করে আবর্জনা অপসারণ ও সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছে। তারা প্ল্যাকার্ড, পোস্টার এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করছে।

এ সময় ছাত্রছাত্রীরা বলেন, আমাদের সাথে এলাকার সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। ময়লা ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে সবার। রাস্তাঘাটে কোথাও ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট একটি স্থানে ময়লা আবর্জনা ফেললে পরিষ্কার থাকবে এলাকা। তাই এসব কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় নাগরিকেরা এবং তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম শহরের সার্বিক উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে এলাকার প্রশাসনও তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content