দেশজুড়ে

শেখ হাসিনা সরকারের পদত্যাগে পূর্বধলায় বিএনপির আনন্দ মিছিল

শেখ হাসিনা সরকারের পদত্যাগে পূর্বধলায় বিএনপির আনন্দ মিছিল

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির বিজয় নিশ্চিত ও স্বৈরাচার শাসক আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিজয় উল্লাসে মিছিল করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট ) সকালে উপজেলা বিএনপি পৃথকভাবে আনন্দ মিছিল বের করে। জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে, জামায়েত ইসলাম বাংলাদেশ, শিক্ষার্থী জনতা, বিএনপি ও এর অংগসংঠন সহ বিভিন্ন পেশার জনগণ।

এসময় শেখ হাসিনাকে ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশ আজ এক খুনি স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। আপামর জনগণ ছাত্রসমাজের যে বিজয় অর্জিত হয়েছে এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content