অপরাধ

বরিশাল ডিবি পুলিশের অভিযানে উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট তোফাজ্জেল গ্রেফতার

বরিশাল ডিবি পুলিশের অভিযানে উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট তোফাজ্জেল গ্রেফতার

নিজেষ্য প্রতিবেদনঃ-

বরিশাল ডিবি পুলিশের অভিযানে বরিশালের উজিরপুরে ৯ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ কুমিল্লার মাদক সম্রাট কাজী তোফাজ্জেল হোসেন ওরফে ফাহাদকে গ্রেফতার করেছে। এঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা ডিবি অফিসার ইনচার্জ অসীম কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের শিকারপুর বাসষ্ট্যান্ডের সংযোগ সড়কের মুখে ২ আগষ্ট সকালে বরিশাল ডিবি পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগিও ফোঁস নিয়ে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ কাজী তোফাজ্জেল হোসেন ওরফে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খাটরা গ্রামে কাজী গিয়াস উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় উজিরপুর মডেল থানার ডিবির এস আই মিজানুর রহমান বাদী হয়ে ২রা আগষ্ট দুপুরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক সম্রাট তোফাজ্জেলকে ০২ রা আগষ্ট বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content