৩ আগস্ট ২০২৪ , ৯:২৭:৩০ প্রিন্ট সংস্করণ
আজ হিলি সীমান্তে বিজিবি কর্তৃক বিপুল পরিমানে আটক ইয়াবা সহ নারী সদস্য আটক।।
মাহবুব হোসেন মেজর, হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
আজ ৩ আগষ্ট ২৪ ইং তারিখ সকাল ১০ টায় ২০ বর্ডার গার্ড ব্যাটালিনের হিলি সিপি কোম্পানির টহল কমান্ডার নয়েব সুবেদার ওয়াসিম কুমার মার্কার, ল্যান্স নায়েক মোঃ দলিলুর রহমান সিপাহী সৈকত রায়ের নেতৃত্বে হিলি আই সিপি গেটের ২৮৫/১১ এস সিমান্ত পিলার হতে ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারত থেকে আসার পথে এক নারী পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ইয়াবা ১৭৭০ পিস, ভারতীয় শাড়ি একটি, থ্রি পিস দুইটি,, কম্বল একটি, কসমেটিক সামগ্রি ১৩ প্রকার , খাবার সামগ্রী পাঁচ প্রকার, কার্পেট ১ টি,জিরা ১ কেজি, চিনি ১ কেজি, ভারতীয় বাটি এক সেট, ভারতীয় নগদ রুপী ৬৫ ও নগদ বাংলাদেশী ১৯৬০ টাকা সহ মোছাঃ দিলরুবা বেগম (৪৯)
পিতা- মোঃ দেলোয়ার হোসেন গ্রাম- মোজাফফরনগর, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুরকে হাতেনাতে গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃত আসামিকে হাকিমপুর থানায় পুলিশের নিকট সোর্পদ করেন।