ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের কেয়ার টেকার নুর হোসেনের ইরেুকাল

Developer Zone
আগস্ট ৩, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের কেয়ার টেকার নুর হোসেনের ইরেুকাল, নের্তৃবৃন্দের শোক

এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্যালয় নাসিমন ভবনের কেয়ার টেকার নুর হোসেন শনিবার (৩ আগষ্ট) দুপুর সোয়া একটার দিকে নগরীর বহদ্দারহাটস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইরেুকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
শনিবার বাদে মাগরিব বহদ্দারহাট তালতলস্থ পশ্চিম ফরিদের পাড়া আকবর মুন্সি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে ওয়াবদা কলোনিস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে নুর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান।
এক শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন, নুর হোসেন মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে চির বিদায় নিলেন। তার মৃত্যুর সংবাদ ছিলো আমাদের জন্য খুব বেদনার। চট্টগ্রামের বিএনপি’র সকলের প্রিয় মুখ ছিলেন নুর হোসেন। তিনি শতো রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কার্যালয়কে নিজের সরুানের মতো আগলে রাখতেন। দীর্ঘ ২৫ বছরের দায়িত্ব পালনকালে এ মানুষটি অসংখ্যবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। কাজীর দেউরীস্থ নাসিমন ভবনের এই কার্যালয় ঘিরে সংগ্রাম আনন্দ বেদনার কালের সাক্ষী এই নুর হোসেন। তাকে হারিয়ে আজ মনে হচ্ছে আমরা আমাদের এক ভাইকে হারালাম। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা কখনো পূরণ হবার নয়।
নের্তৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।