দেশজুড়ে

খুলনায় মটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

খুলনায় মটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)ঃ খুলনা নগরীর দৌলতপুর বাজারস্থ তুলাপট্রি সড়কে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সোহাগ গাজী (২৬) নামের ০১ যুবক মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মৃত্যু বরণ করেন। তিনি আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার বাসিন্দা। জানা যায় তিনি রাতে মুদি দোকানের কাজ সেরে বাড়ীতে যাওয়ার পথে মটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় শিকার হয়ে মারা যান। সে দৌলতপুর বাজারের শ্রমিক কাওসার গাজীর ছোট ছেলে। সোহাগ গাজী দৌলতপুর বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে গাইকুড় বাড়ীর উদ্দেশ্যে মটর সাইকেল যোগে রওনা করেন। প্রতিমধ্যে তার মটর সাইকেলেটির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ০১ টি দোকানের সাটারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিক ওই দূর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জখম পূর্বক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দুপুরে নিহতের পিতা সহ পরিবারের সদস্যরা দৌলতপুর থানায় হাজির হয়ে জানান সোহেল গাজীর নিছক মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে সেকারনে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস লাশটি বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। এ ব্যাপারে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার মিহির কান্তি মন্ডল জানান, দৌলতপুর বাজারের তুলাপট্রি সড়কে মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে জানতে পারি মোঃ সোহাগ গাজী (২৬) নামের এক যুবক মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই এবং তাকে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content