ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শাকিব খানকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস কিন্তু কেন

Developer Zone
জুলাই ১৭, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাকিব খানকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
কিন্তু কেন??

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য জীবন শেষ হয়েছে অনেক আগেই। তবে ভালোবাসার সুরটা যেন ফিরে ফিরেই আসে। এবারও এল। শাকিবের একটি ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন অপু। ছবিতে দেখা যায়, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে দাঁড়িয়ে আছেন শাকিব। সঙ্গে দেশটির কর্মকর্তরা।

পোস্ট শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

জানা গেছে, ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি। গেল ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শাকিব আজ মঙ্গলবার এটি হাতে পেয়েছেন।

শাকিবের গোল্ডেন ভিসা পাওয়ার পেছনে ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনের বিশেষ ভূমিকাও আছে। তিনি জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রের বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে।

এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেসঙ্গে তার পরিবার নানা সুযোগ সুবিধা পাবে। তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না।

বলিউড সেলিব্রেটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত, কমল হাসান। এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান।

শেয়ার করুন: