দেশজুড়ে

খুলনার বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন করেন কে এম পি কমিশনার

জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি): খুলনার বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন করেন কে এম পি কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা। আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪ ) সকালে তিনি এই উদ্বোধন করে। কেএমপি’র কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতালে পৌঁছালে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জনাব ডা: সৈয়দ একেএমএন করিম পুলিশ কমিশনার কে অভ্যর্থনা জানান।
হাসপাতালের ৩য় তলায় ভিআইপি ও আইসিইউ সেবা চালু হওয়ার অপেক্ষায় আছে এবং ৪র্থ তলায় জেনারেল ওযার্ডে হিসেবে সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ২য় তলায় প্যাথলজি ল্যাব, রক্ত পরিসঞ্চালন কেন্দ্র, বহিঃ বিভাগ, ঔষধ সাপ্লাই ও ১ম তলায় জরুরী সেবা চালু রয়েছে যার মাধ্যমে পুলিশ সদস্যরা নিয়মিত সেবা গ্রহণ করছে। এসময় পুলিশ কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, ডাক্তার, নার্স, সিভিল স্টাফ এবং পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন সকল কে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সহিত দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে সরবরাহকৃত ঔষধসমূহ যথাযথভাবে গ্রহণ করে মজুদ রেজিস্টারে লিপিবদ্ধকরণ, প্রতিদিন রোগীদের সরবরাহকৃত ঔষধ যথাযথ প্রক্রিয়ায় বিতরণ এবং রেজিস্টারে লিপিবদ্ধকরণ করতে হবে বলে জানান।
কেএমপি’র পুলিশ কমিশনার আরো বলেন খুলনার বিভাগীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরো বাড়াতে হবে যাতে চিকিৎসার জন্য কোন পুলিশ সদস্যকে ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যেতে না হয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ এ কে এম এন করিম এবং ডা: মোঃ আব্দুল্লাহ আল-মাসুম সহ পুলিশ অফিসারবৃন্দ, হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, সিভিল স্টাফ এবং ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content