১৬ জুলাই ২০২৪ , ১:১৯:৫৪ প্রিন্ট সংস্করণ
জার্মানির জার্সি তুলে রাখলেন মুলার!
আকাশ দাশ সৈকত
১৪ বছরের বর্নিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জার্মানির তারকা ফুটবলার টমাস মুলার। আজ এক ভিডিও বার্তায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুলার নিজেই।
সদ্য সমাপ্ত হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দল এবং বর্তমান ফর্ম বিবেচনায় ফেবারিটদের তালিকায় শীর্ষে ছিলো জার্মানি । তবে টুর্নামেন্টর কোয়ার্টার ফাইনালে হট ফেবারিট স্পেনের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের। তাই তো ঘরের মাঠে দলের এমন অপ্রত্যাশিত হার আর বয়সের ভারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে চলেছেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার সেটাই অনুমান করা গিয়েছিলো আগেই। যদিও ইউরোর শেষ আসরে দলের হয় হয়ে তেমন মাঠে নামেননি মুলার । কিন্তু ইউরো শেষের পরপরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মুলার।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’
খেলোয়াড়ী জীবনে জার্মানির হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন টমাস মুলার। যেখানে ৮৬ অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন ৪৫টি ।
এইদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। ঘরোয়া দল বায়ার্ন মিউনিখের সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মুলারের ।