৪ মার্চ ২০২৩ , ১১:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ
ক্যম্পাস প্রতিনিধি
আজ কৃষিবিদ ইন্সটিটিউট(KIB)তে প্রোফেশনাল মিডিয়া আড্ডা নামে এক অনুষ্ঠানের আয়োজন করেন, মিডিয়া প্রফেশনা`স কমিউনিটি।
উক্ত অনুষ্ঠানটি ছিলো সংবাদ কর্মীদের মিলন মেলা যেখানে বিভিন্ন সংবাদ পত্র ,চ্যানেল ,সহ গবেষকগণ অংশগ্রহন করেন ।
এতে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির একটি টিমও অংশগ্রহন করেন এবং যেখান থেকে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো রাসেল মাহমুদ ৪র্থ কুপন বিজয়ী হয়ে জিতে নেন ফ্রি কাপল ডেন্টার ট্রিটমেন্ট।
তাছাড়াও আরো ৯ টি পুরষ্কার এর ব্যবস্থা ছিলো ১)ঢাকা টু মালদ্বীপ এবং মালদ্বীপ টু ঢাকা ইয়ার টিকেট, ২)টাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা ইয়ার টিকেট ৩)ডাইমন্ড এর আন্ট ৪)ফ্রি কাপল ডেন্টাল ট্রিটমেন্ট ৫) ফ্রি কাপল ডেন্টাল ট্রিটমেন্ট ৬)ঘড়ি ৭)রাইজ বক্স ৮)হটপট ৯)হটপট ১০)হটপট
এসময় আয়োজক পলক বলেন আপনাদের উপস্থিতি আমার অনুপেরনা আর মিডিয়া কর্মীদের একসাথে করা ও নিজেদের মধ্যে পরিচিতি আড্ডা ও একটু বিনোদন নেওয়া ও দেওয়ার জন্য আমার এ আয়োজন ।
আয়োজনটিতে আরো ছিলো পিঠা উৎসব ও সাংস্কৃতি অনুষ্ঠান ।