কৃষি

লোহাগড়ায় সড়কের বিষফোঁড়া ভ্যান ও ইজিবাইক

লোহাগড়ায় সড়কের বিষফোঁড়া ভ্যান ও ইজিবাইক

রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক ও ভ্যানের বেপরোয়া চলাচল পৌরবাসীর জীবনে বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে।
অনিয়ন্ত্রিত ইজিবাইক ও ভ্যানে বাড়ছে যানজট। প্রধান সড়কে এর সংখ্যা ও রুট নির্ধারণে আগের উদ্যোগগুলো কার্যকর হয়নি। নগরবাসী বলছেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এই বাহন দুটির নিয়ন্ত্রণ জরুরি।

লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের এ চিত্র প্রতিদিনের। নগরীতে অনিয়ন্ত্রিতভাবে ইজিবাইক ও ভ্যান বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট।

পৌর শহরের প্রধান সড়কসহ এ উপজেলার অলিগলিতে প্রতিনিয়ত চলছে ১৫ থেকে ২০ হাজার ইজিবাইক ও ভ্যান। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনগুলোর নিয়ন্ত্রণের দাবি উপজেলাবাসীর।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এমন ভাবে এরা ইজিবাইক ও ভ্যান চালাচ্ছে এতে দুর্ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। এদের কারণে প্রায় সই দেখা যায় সড়কগুলো ব্লক হয়ে রয়েছে। এই যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে আসা উচিত। কর্তৃপক্ষ দৃষ্টি দিলে হয়তো এই শৃঙ্খলা ফিরে আসবে।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে বেড়েছে পরিবহনসহ দূরপাল্লার বড় বড় যানবাহনের চাপ। ভ্যান ও ইজি বাইকের যানজটের কারণে প্রায় সই ঘটছে দুর্ঘটনা।

নাম না বলার শর্তে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, মহাসড়কে ইজিবাইক ভ্যান চলাচলের নির্দেশনা না থাকা সত্ত্বেও হর হামেশাই চলছে এই সমস্ত যানবাহন যার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা বাড়ছে যানজট। তাছাড়া বিদ্যুতের ওপরেও একটি প্রভাব ফেলছে ভ্যান ও ইজিবাইক। লোহাগড়া পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান বলেন, পৌর শহরের এরিয়ায় ভ্যান ও ইজিবাইকের বিষয়ে একটি পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সমস্ত যানবাহন নিয়ন্ত্রণে আনা হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content