৩ মার্চ ২০২৩ , ১০:০০:৩১ প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ
লাখাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত হয়েছে। অ্যাডভোকেট আলী নোয়াজকে সভাপতি ও আশীষ দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়। ৩ মার্চ শুক্রবার লাখাই উপজেলার বুল্লা বাজারে বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের এক জরুরী সভায় কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে ও আতাউর রহমান ইমরান এবং বিল্লাল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হান্নান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ, আলহাজ্ব বাহার উদ্দিন, আশীষ দাস গুপ্ত, এম এ ওয়াহেদ, সুমন আহমেদ বিজয়, সুশীল চন্দ্র দাস, মাওলানা তাফাজ্জল হক, সায়েদুর রহমান, মহিউদ্দিন আহমেদ রিপন, সূর্য রায়, সানি চন্দ্র বিশ্বাস, শাহিনুর রহমান শাহীন মোল্লা, নোমান মোল্লা, জাহাঙ্গীর আলম, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন ও ফরহাদ শাহ প্রমুখ।