ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সভাপতি অসীম কুমার সাহা বানী ও সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত নির্বাচিত।

Developer Zone
মার্চ ৩, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ৩ মার্চ ২০২৩ খ্রী: শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ৯১ ভোট পেয়ে শ্রী অসীম কুমার সাহা বানী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দ্বী অপর সভাপতি প্রার্থী শ্রী বিজয় কুমার ঘোষ পেয়েছেন ৬১ ভোট। এছাড়া, সাধারন সম্পাদক পদে শ্রী বাসুদেব দত্ত ৯১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দ্বী সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেন পেয়েছেন ৬১ ভোট। ২টি ভোট নষ্ট হয়েছে।
শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা৷
এদিন বেলা সাড়ে ১১ টায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক অঙ্কুর জিৎ সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, কেন্দ্রীয় সদস্য হিরক গুণ, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন সান্যাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ইউএনও সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকার প্রমূখ। দুই পর্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের ১ম পর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, মঙ্গল দীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পূর্বের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২য় অধিবেশনে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানুর পরিচালনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সবশেষে, নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারন সম্পাদক অঙ্কুর জিৎ সাহা নব।
এদিকে, দীর্ঘদিন পরে ভোটের মাধ্যমে সনাতনীরা তাদের নেতা নির্বাচন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন: