৩ জুলাই ২০২৪ , ৭:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ
রংপুর বিভাগে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের শপথ গ্রহন অনুষ্ঠিত”
রংপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (তৃতীয় ও চতুর্থ ধাপ)-এর নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ আজ (৩ জুলাই) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগের ১৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন এবং শপথ গ্রহণ শেষে তিনি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।