দেশজুড়ে

টঙ্গী নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

 

মো: শাহজালাল দেওয়ান: টঙ্গী প্রতিনিধি।। বসন্ত এসে গেছে, তবু রয়েছে শীতের রেশ। এর মধ্যে ফাগুন হাওয়াকে উষ্ণতা দিয়ে গেছে ভালোবাসা দিবসের রোমান্টিক রোদ। চারদিকে বাসন্তী সুগন্ধ আর উৎসবের রঙ। তবু বেলা গড়ালেই হিমেল দোলাচল বয়ে চলে বাতাসে। এমন মিষ্টি আমেজে গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বাঙালির মেতে উঠেছিল বর্ণিল পিঠা উৎসবে। পিঠা উৎসবের উদ্বোধন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালক গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল। এছাড়াও পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, সহকারি শিক্ষক আজমি আবেদীন লালন, ইসমাইল হোসেন, ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক আতিক হাসান অনিক প্রমুখ। পিঠা উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নানা বয়সী নারী,পুরুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিলো এই উৎসব। বাঙালির নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমাহার আর সাংস্কৃতিক আয়োজনে কেটেছে অন্যরকম এক বিকেল। ভাপা, চিতই, পাটিসাপ্টা, পুলি, নকশা পিঠা,দুই বিরিয়ানী পিঠা, ঝাল পিঠা,পোয়া পিঠা, বিবিখানা, গোলাপ পিঠা, পাপর আর ফুলঝুরি সহ লোকজ বাংলার প্রায় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা এ মেলায় স্থান পেয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

যশোরে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি

খুলনার ৩”আসনে -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন _৫ জন প্রার্থী।সে” সকল প্রার্থীদের নাম প্রকাশ করা হচ্ছে।

খুলনার ৩”আসনে -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন _৫ জন প্রার্থী।সে” সকল প্রার্থীদের নাম প্রকাশ করা হচ্ছে।

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা

নয়দুয়ারিয়া মাদ্রাসা র বর্তমান পরিচালক জাফর উল্ল্যাহ নিজামীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বলৎকারের অভিযোগ

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে “বই বিতরণ উৎসব-২০২৪” পালিত। মোঃ জাকারিয়া হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ): ১লা জানুয়ারী-২০২৪ খ্রিস্টাব্দ সারাদেশের ন্যায় বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বই বিরতণ উৎসব -২০২৪” উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন বিএসসি, শাহজাদপুর উপজেলার দুই বারের ২০২২ ও ২০২৩ ইং বছরের শ্রেষ্ঠ্য মহিলা প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান, সকল সহকারী শিক্ষক ও অফিস সহায়ক মোঃ বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক।

২২ মার্চ পিরোজপুর জেলার ৬ উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে জানালেন ডিসি