৩ মার্চ ২০২৩ , ৭:২৭:৩৮ প্রিন্ট সংস্করণ
মো: শাহজালাল দেওয়ান: টঙ্গী প্রতিনিধি।। বসন্ত এসে গেছে, তবু রয়েছে শীতের রেশ। এর মধ্যে ফাগুন হাওয়াকে উষ্ণতা দিয়ে গেছে ভালোবাসা দিবসের রোমান্টিক রোদ। চারদিকে বাসন্তী সুগন্ধ আর উৎসবের রঙ। তবু বেলা গড়ালেই হিমেল দোলাচল বয়ে চলে বাতাসে। এমন মিষ্টি আমেজে গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বাঙালির মেতে উঠেছিল বর্ণিল পিঠা উৎসবে। পিঠা উৎসবের উদ্বোধন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালক গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল। এছাড়াও পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, সহকারি শিক্ষক আজমি আবেদীন লালন, ইসমাইল হোসেন, ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক আতিক হাসান অনিক প্রমুখ। পিঠা উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নানা বয়সী নারী,পুরুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিলো এই উৎসব। বাঙালির নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমাহার আর সাংস্কৃতিক আয়োজনে কেটেছে অন্যরকম এক বিকেল। ভাপা, চিতই, পাটিসাপ্টা, পুলি, নকশা পিঠা,দুই বিরিয়ানী পিঠা, ঝাল পিঠা,পোয়া পিঠা, বিবিখানা, গোলাপ পিঠা, পাপর আর ফুলঝুরি সহ লোকজ বাংলার প্রায় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা এ মেলায় স্থান পেয়েছে।