দেশজুড়ে

কৃষক সহিদ মিয়ার পাশে দাড়াল মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন।

সাইদুজ্জামান ভুইয়া,মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে আগুনে স্বপ্ন পুড়ে ছাই কৃষক সহিদ মিয়ার এই শিরোনামে গত ২৪ ফেব্রুয়ারি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার ফলে বিষয়টি মুরাদনগর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের নজরে আসে। মানবিকতায় সারা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি ব্যক্তিগত সহায়তার পাশাপাশি সরকারিভাবে সহয়তার উদ্যোগ নিয়েছেন।
অপর দিকে মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন শুক্রবার বিকেলে সহিদ মিয়ার বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অসহায় কৃষক সহিদ মিয়া (৪৮) আবেগে আপ্লুত হয়ে বাংলাদেশে সংবাদকে বলেন, কিস্তি তুলে তিনটি গরু কিনেছিলাম। ছয়টা কিস্তির মধ্যে তিনটি কিস্তি দিয়েছি। আগুনে আমার সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে। এখন আমার খেয়ে পরে বাঁচতে কষ্ট হচ্ছে তার মধ্যে কিস্তি কি ভাবে চালাই।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুইয়া জনী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ, ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content