দেশজুড়ে

জয়পুরহাট জেলায় জেগে উঠেছে তরুণ প্রজন্মের তরুণদের মনে জয়পুরহাটের পরিবেশ সুন্দর রাখার মন মানসিকতা।

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বিডি ক্লিন জয়পুরহাট এর উদ্যোগে আজ জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে‌‌র সামনে হতে বাটার মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা চালিয়েছে নতুন প্রজন্মের তরুণদের অভিযান।
নতুন প্রজন্মের তরুণদের উদ্যোগে নতুন ফাউন্ডেশন “বিডি ক্লিন জয়পুরহাট” এর উদ্যোগে তারিখ: ০৩/০৩/২০২৩ রোজ : শুক্রবার জয়পুরহাট জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদে‌‌র সামনে হতে বাটার মোড় পর্যন্ত দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে।

তাদের মূল উদ্দেশ্য ও বক্তব্য,
❝ মাতৃভুমির মাটিতে গড়েছি ময়লার পাহাড়
গড়বো পরিচ্ছন্ন বাংলা এই হোক অঙ্গীকার ❞

আমরা এক ঝাক তরুণ মাঠে নেমেছি পরিছন্নতার যুদ্ধে, বিজয়ের আশায় আপনাদের ফেলে দেওয়া ময়লা আর্বজনা পরিষ্কার করার লক্ষ্যে আপনাদের সচেতন করার লক্ষে আমরা যুদ্ধ করছি ময়লার বিরুদ্ধে।

আমরা বিডি ক্লিন কাজ করে যাচ্ছি মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমরা গড়ে তুলবো পরিচ্ছন্ন বাংলাদেশ।
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরনে এগিয়ে আসুন আপনিও যুক্ত হোন পরিচ্ছন্নতার এই যুদ্ধে।

নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকুন অন্যদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহিত করুন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content