৩ মার্চ ২০২৩ , ১১:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
সৌদি আরবের মক্কায় শিশা হাসপাতালে সৌদি সময় সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহি ওইন্যাইলাহে রাজেউন।)
গতকাল রাতে ষ্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৫ ফ্রেব্রুয়ারী এক কন্যাসহ সৌদিআরব গমন করে
ঈদগাঁও উত্তর মাইজপাড়ার কৃতিসন্তান মৌলানা ছৈয়দ করিম জীবদ্বশায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা,হাফেজখানা,এতিমখানা প্রতিষ্টা করেন। তিনি বাংলা ছাড়াও আরবী-ইংরেজী ভাষায় উপর বিশেষ পান্ডিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন,আত্বীয় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে
মৌলানা ছৈয়দ করিম মৃত্যুতে শোকসপ্তন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনার জ্ঞাপন করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।