২৩ জুন ২০২৪ , ৫:২৬:১৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে তুলিয়ে যাওয়া ব্যক্তি ২৪ ঘন্টায় পেরিয়ে গেলেও উদ্ধার মিলেনি
মোঃ হোসেন চট্টগ্রাম।
চট্টগ্রামে ফেরির সঙ্গে নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে যাওয়ার আশরাফের প্রায় ২৪ ঘণ্টায়ও পেরিয়ে গেলেও পাওয়া যায়নি।
রোববার সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন,
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ আসরাফকে পাওয়া যায়নি।
রোববার সকাল ৭ টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল,
ওসি জানান, কর্ণফুলী নদীতে তল্লাশির পাশাপাশি, পতেঙ্গা এলাকায় তল্লাশি করছে। বেলা ১ টা পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা ৭ টা দিকে কর্ণফুলী কালুরঘাট সেতুর পশ্চিম পাড় শহর থেকে বোয়ালখালী যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে ধাক্কা খায়। তাতে নৌকা উল্টে দুই ব্যক্তি পানিতে পড়ে যায়।
তাদের মধ্যে আশরাফ উদ্দিন, নামে একজন নিখোঁজ হন। তিনি বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ছিলেল।
ওসি একরাম উল্লাহ বলেন, ইঞ্জিন চালিত নৌকায়, ইঞ্জিন চালুর পর পেছনে পানির প্রয়োজন হয়। কিন্তু সামনের অংশে যাত্রী থাকায় ইঞ্জিনের পেছনে পানি পাওয়া যায়নি। ওই সময় স্রোত থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে গিয়ে ধাক্কা দেয়। এই দুর্ঘটনা ঘটে।
ওসি আরও বলেন বোয়ালখালী এলেকা সঙ্গে চট্টগ্রাম শহরের যুক্ত করেছে কালুরঘাট সেতু। সংস্কারের জন্য সেতুতে কয়েকটি মাস বন্ধ ছিল,
বন্ধ থাকায় ফেরি চালু করা হয়। ফেরিঘাটের দুই পাড়ে ইঞ্জিন চালিত নৌকাতেও যাত্রী পারাপার হয়। বলেন ওসি একরাম উল্লাহ।