ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্টর পাকা ঘর হস্তান্তর

Developer Zone
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

 

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২২ সালের ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পাকা ঘর নির্মান করে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টায় ইউকে প্রবাসী আব্দুল মুবিনের তত্ত্বাবধানে যুক্তরাজ্যের অক্সফোর্ড শেয়ারে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের উদ্দেগে কমিউনিটি প্রজেক্ট ২০২২ প্রকল্পের বাস্তবায়নে নির্মাণ করা পাকা ঘর গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সেলিম আহমদের ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন,অনুষ্ঠানের প্রধান  অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারক আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন রুস্তমপুর  ইউপি চেয়ারম্যান   শাহাব উদ্দিন শিহাব।

এছাড়া উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, আনোয়ার হোসেন , মোশারফ হোসাইন সহ আরো অনেকে।
জানা যায়, গত বছরের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন এলাকা মারাত্বক ক্ষতিগ্রস্ত হয় । গোয়াইনঘাটের প্রায় ৯৯% বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গিয়ে বানের শ্রোতে ভেসে যায় । সেই অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ সাহায্যের জন্য চেরাটি ডিনারের মাধ্যেমে সাহায্য তোলা হয় এবং এর মাধ্যেমে পাকাঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রজেক্ট প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি ঘর দেওয়া হবে। যার মধ্য থেকে আজ রুস্তমপুর ইউনিয়নের সেলিম আহমদের ঘর হস্তান্তর করা হয়েছে এবং নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের দুটি ঘরের নির্মাণকাজ শেষ।এই দুটি  ঘরও ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে হস্তান্তর করা হবে এবং পর্যায়ক্রমে বাকী ঘরগুলো নির্মাণ করে ধারাবাহিকভাবে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন: