আরিফুল ইসলাম আশিক
ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিনিধি
গত সোমবার ১৩ মার্চ ফতুল্লায় গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার ফতুল্লা ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মরন চন্দ্র দাস (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে পূর্ব ইসদাইরের বুড়ির দোকান এলাকার মৃত নিমাই চন্দ্র দাসের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।