বাগেরহাট জেলা প্রতিনিধি:সৌরভ কুমার
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশনের ব্যানারে হতদরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন ও প্রকল্প অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন , সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনেরা মিলি,পিআইও মতিউর রহমান, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা পারভীন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, ওয়াহিদুজ্জামান, নজির আহমেদ, লিপি পান্ডে জেমস অপূর্ব,সহ উপকার ভূগি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপকারভোগী দরিদ্র খালিজা বেগম ও স্বামী পরিত্যক্তা পিয়ারা বেগম ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পাওয়া গরু ও ঘাসের বীজ পেয়ে তারা স্বাবলম্বী হয়ে ক্ষুধা নিবারণে সক্ষমতা অর্জন করেছেন।