জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম।
জানাযায়, বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গলিতে শিরিন বাড়িওয়ালির বাড়ির সামনে রাস্তার উপর হতে মো. লালন সর্দারকে (৩৫) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার মো. আক্কাস সর্দার এর ছেলে।
বৃহস্পতিবার (০২ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিলালন সর্দারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।