নান্দাইল (ময়মনসিংহ) থেকে: সারোয়ার জাহান রাজিব।
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটি ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলা শহীদ মিনারের সামনে থেকে শুরু করে নান্দাইল বাজার প্রদক্ষিন করে পূনরায় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দিতে গিয়ে রবিউল করিম বিপ্লব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবির করেন।
তিনি বলেন, একজন মুন্নাকে বন্দি করে আন্দোলন থামানো যাবে না। এখন ঘরে ঘরে মুন্নাসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদের ঝড় উঠবে।