মোঃ শাহীন হাওলাদার মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে দক্ষিণাঞ্চলের প্রখ্যাত সূফী সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব ( র.) এর দরবার শরীফে দুইদিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আগামীকাল থেকে শুরু।
ইতোমধ্যে মাহফিলের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিলের জন্য প্রায় অর্ধ-লক্ষাধীক মানুষ ধারণক্ষমতাসম্পন্ন আকর্ষণীয় বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রবেশপথগুলোতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী একাধিক দৃষ্টিনন্দন তোরণ এবং রং- বেরঙের ইলেকট্রনিক বাতি দিয়ে করা হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। মাহফিল প্যান্ডেলের অদূরে দোকানীরা খাবার হোটেল-রেস্তোরাঁ, গার্মেন্টস, কসমেটিকস ও শিশুদের হরেক রকমের খেলনার দোকানসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বাহারি দোকান সাজিয়ে বসেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি মোসা. সাইয়েমা হাসান বলেন, ‘আশা করি এবার মাহফিলে লক্ষাধিক মুসল্লীর সমাগম হবে। মাহফিলে আসা মুসল্লীদের জন্য গোসল ও অজুখানাসহ সকল ধরনের সুযোগ- সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লীদের নিরাপত্তার জন্য থাকবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও সেচ্ছাসেবীসহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও থাকবে তথ্য সেবা ও অভিযোগ বুথ। মাহফিলের প্যান্ডেলসহ আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। মুসল্লীদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে। রোগীদের হাসপাতালে স্থানান্তরে থাকবে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের সদস্যরা।’
আগালীকাল বৃহস্পতিবার ( ৯ মার্চ) প্রথমদিনে ওয়াজ নসিহত পেশ করবেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ খ্যাতনামা বক্তা আলহাজ্ব মুফতি হাফেজ মাওলানা ইসমাঈল বিন ইব্রাহিম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ মো. মারুফ বিল্লাহ আশেকী।
পরশু শুক্রবার ( ১০ মার্চ ) দ্বিতীয় দিনে ওয়াজ নসিহত পেশ করবেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ খ্যাতনামা বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী ফরিদপুরী ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সেলিম হোসেন আজাদী। এছাড়াও দেশ বরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে ওয়াজ নসিহত পেশ করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন, উপজেলা নির্বাহী অফিসার ও মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি। মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল মান্নান রহমানীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সমাপ্তি হবে।