সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ-
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪ টা দিকে গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দূর্ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। আহত মানুষেদের জরুরি সেবা এবং উদ্ধার কাজে মানবিক দিক বিবেচনা নিজেদের সক্ষমতা অনুযায়ী দুর্ঘটনাস্থলে এগিয়ে আসে সোহরাওয়ার্দী কলেজের বিএনসিসির ৬ সদস্যসের বিশিষ্ট একটি টিম।
এছাড়াও এ দূর্ঘটনার নিজেদের সক্ষমতা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে আহতদের জরুরি রক্তদানে এগিয়ে এসেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিট। সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্টের সদস্যদের একটি টিম উদ্ধারকাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে।
ক্যাডেট আন্ডার অফিসার আলভি বলেন, বিএনসিসিতে আমরা সর্বদা জ্ঞান, শৃংখলা ও স্বেচ্ছাসেবকের মূলমন্ত্রে দীক্ষিত। বিএনসিসি থেকে বিভিন্ন ক্যাম্পিং ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়ে থাকে যার ধারাবাহিকতায় গতকাল সংগঠিত এই মানবিক দুর্যোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের সম্মানিত পিইউও স্যারের অনুমতিক্রমে ক্যাডেটবৃন্দ সেচ্ছায় এগিয়ে আসে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন। আশা করছি দেশের যেকোনো প্রকার দুর্যোগ ও মানবিক কাজে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাডেটবৃন্দ সবার আগে এগিয়ে আসবে।
বাঁধন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, গতকাল(৭ মার্চ) থেকে আমাদের কাছে যেসব রক্তের গ্রুপে চাহিদা ছিলো, সেই গুলো আমরা ম্যানেজ করে দিতে পেরেছি। তবে কিছু কিছু নেগেটিভ রক্তের চাহিদা ছিলো, যেগুলো ম্যানেজ করতে একটু সমস্যা হয়েছিলো। পরবর্তী আমরা অন্য ইউনিটের সহযোগিতা নিয়ে ম্যানেজ করতে দিতে পেরেছি।