জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন মোল্লা (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে পূর্বের ৩ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী, ফরিদপুর কোতয়ালী থানার চর জোয়ার এলাকার জামাল মোল্লা’র ছেলে।
বৃহস্পতিবার (০৯ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোষ্ট করে দৌলতদিয়া গামী মাহেন্দ্রা (যার রেজিঃ নং- রাজবাড়ী-থ-১১-০০০৫) থেকে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মিলন মোল্লা’কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।