মো:আমিনুল ইসলাম, স্টাফ রিপোটার, দৌলতপুর,
মানিকগঞ্জের দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালনা করে মানিকগঞ্জ সিটিস্ক্যান এন্ড কনসালটেশন সেন্টার।
ঢাকা মেডিকেল কলেজের ডাঃ নাফিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে কর্ণেল মালেক মেডিকেল কলেজের ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ আল মামুন, এবং মানিকগঞ্জ সিটিস্ক্যান এন্ড কনসালটেশন সেন্টারের ডাঃ মালিহা বিলকিস বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় তারা ডায়াবেটিস, শিশুরোগ, বাত,ব্যাথা, চর্ম, যৌন, এলার্জি, স্ত্রী রোগ ও গাইনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা শিবিরের সার্বিক তত্বাবধানে ছিলেন মানিকগঞ্জ সিটিস্ক্যান এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ সজিব হোসেন ও মোশারফ হোসেন।