মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আকঞ্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে SDPL কমিটি। সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি।ফাইনাল খেলায় গাবাহোতা একাদশ বনাম আরহাম ফাউন্ডেশন অংশগ্রহণ করে।
খেলার শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাবাহোতা একাদশ। নির্ধারিত ২০ ওভার শেষে আরহাম ফাউন্ডেশন সংগ্রহ করে ২২৫ রান। ২২৬ রানের টার্গেট তাড়া করে ১৫৯ রানে থামে গাবাহোতা একাদশের ইনিংস। যার ফলে ৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় আরহাম ফাউন্ডেশন।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি। এসময় আয়োজক কমিটির সদস্যরা সহ ক্রিকেটভক্তরা উপস্থিত ছিলো।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম আকঞ্জি বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সে সাথে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বিরত রাখে।আমি যুব সমাজের উদ্দেশ্যে বলছি তোমরা সব সময় খেলাধূলার আয়োজন কর। আমি তোমাদের পাশে আছি।