মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার গ্রেফতার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ ও মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।
৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তার হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব মো: লিটন, ঠাকুরগাঁও সদর থানা যুবদলের সদস্য সচিব মো: রেজাউল করিম লিটন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা যুবদল, পৌর, থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার অবিলম্বে মুক্তির দাবি জানান।