1. admin@doinikbangladeshsangbad.com : admin :
  2. alim464546f@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  3. mehedihasanshipon789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  4. mehedihasan789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হেনস্থার স্বীকার। মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এডভোকেট অবিনাশ মিত্রের মৃত্যুর ঘটনায় আইনজীবী সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পিতা পুত্রকে কুপিয়ে, পালানোর সময় জনতার হাতে খুনি আটক। লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা ও কাঁচা ঘর বাড়ির ক্ষতি সাধন ও পথচারী আহত। নাজিরপুরে মাঠ দিবস ও কারিগরি সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ঘর দিয়েছে , শেখ হাসিনার জন্য দোয়া করবেন বললেন মোঃ নুরুল ইসলাম রাজা – উপজেলা চেয়ারম্যান দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ সংবাদ এর সম্পাদক মোঃ শাহাদাত ভূইঁয়া IHWS পিরোজপুর জেলার উদ্দ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন শাহজাদপুরে মখদুমিয়া জামে মসজিদের ২দিন ব্যাপী ওরস শুরু আজ

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সাংবাদিকের নাম
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬২ বার পড়েছেন

 

আব্দুল লতিফ, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিটি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিলো।

এলেঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাফী খান (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮০৫ ভোট। এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৫৪। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৫৬ জন, মহিলা ভোটার ১৭ হাজার ৭৯৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে। এ নির্বাচনে মোট ১৫টি কেন্দ্রে ১০৪টি কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আবুবকর ছিদ্দিক (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩ হাজার ৯৯৬ ভোট। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেন। এতে মোট ভোটার ২৩ হাজার ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২৭৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ১১ হাজার ৭০৭ জন। এ নির্বাচনে মোট ১০টি কেন্দ্রে ৬৮টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাও: মো: হাবিবুল্লাহ বাহার (মোটর সাইকেল) ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৬৭ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী হেকমত সিকদার ৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৮৪ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৮৮৪ জন। নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ও ৫১টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিগত সময়ের মতো এবারও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 doinikbangladeshsangbad.com