মোঃ শাহজালাল দেওয়ান,টঙ্গী গাজীপুর প্রতিনিধ।। টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ই মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সঞ্চালনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য মোঃ ওসমান আলী, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, গাজীপুর জজ কোর্টের এডভোকেট মোঃ শাহজাহান খান, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেত খানসহ স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণের পর জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।