মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্স,জয়পুরহাটে
কবি মো : সাফিউল ইসলাম এর লেখা কাব্যগ্রন্হ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
জনাব সালেহীন তানভীর গাজী,জেলা প্রশাসক, জয়পুরহাট।
জনাব কে এ এম মামুন চিশতী,অতিরিক্ত জেলা প্রশাসক,জয়পুরহাট।
জনাব আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা ও চেয়ারম্যান মাত্রাই ইউনিয়ন পরিষদ ।
জনাব বিশ্বনাথ লাহা,বঙ্গরত্ন, বালুরঘাট,ভারত।
জনাব সূরজ দাস,কবি ও সমাজ সেবক,ভারত।
আরও উপস্থিত ছিলেন কবি আহমেদ মকবুল মুকুল,সভাপতি, জয়পুরহাট সাহিত্য আকাশ,কবি আজিজুল হক বিশ্বাস, সভাপতি,জয়পুরহাট লেখক ফোরামসহ দুই বাংলার অনেক গুণীজন।
কবি মোঃ সাফিউল ইসলাম ১৯৯৪ সালের ১০ অক্টোবর জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম-মো: সানাউল ইসলাম,মাতার নাম-মোছা: বুলবুলি বিবি।
লেখালেখির স্বীকৃতিস্বরুপ কবি বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্বারক ও সনদ অর্জন করেন। ★★ বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবিকে “স্টার এ্যওয়ার্ড-২০২২” প্রদান করেন, কবি প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১ অর্জন করেন।
মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকা কবিকে “মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২” প্রদান করেন।
কবি ডাকবাংলা সাহিত্য একাডেমি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পদক লাভ করেন।
উদীয়মান তরুণ এই কবির লেখা পাঠককে মুগ্ধ করে।
প্রকাশিত গ্রন্থ-যৌথকাব্য গ্রন্থ
★প্রতিভার উন্মেষ
★স্বপ্নের স্বাধীনতা
★সাদা মেঘে উড়াই মৌনতা
★সময়ের সুর-২ কোথাও কেউ নেই
★কলতান( ডিজিটাল কাব্যগ্রন্থ)
★বসন্ত রাঙ্গা মন
★স্বপ্নের ফেরিওয়ালা
কবির আর একটি আলোচিত একক কাব্যগ্রন্থ
“উন্নয়ন মাতা শেখ হাসিনা”( প্রকাশকাল-অমর একুশে বইমেলা-২০২২)
বাঙ্গালী জাতির পিতা কবির প্রকাশিত দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সময়ের সুর প্রকাশনীর প্রকাশক ফাতেমাতুন নুর।