জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
নারী দিবসে গোয়ালন্দ উপজেলায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও দুদু খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, ভাইরাস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান বেগম, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজিব সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।