মোঃ শাহজালাল দেওয়ান:টঙ্গী গাজীপুর।। গাজীপুর মহানগর টঙ্গীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের পানি সংকট নিরসন করার লক্ষে ২৪টি পানির পাম্প নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোশেনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বুধবার দিনব্যাপী টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে এসব পানির পাম্প উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। যেসব এলাকায় পানির পাম্প ও পাম্প হাউজ উদ্বোধন করা হয়, ৫৭নং ওয়ার্ডের টঙ্গী বাজার কাচারি রোড, শেরে বাংলা রোড,৫৬নং ওয়ার্ডের গাজী বাড়ী পুকুর পাড়, ৪৫নং ওয়ার্ডের জামাই বাজার, পূর্ব আরিচপুর গাজী বাড়ি, ৪৩নং ওয়ার্ডের পাগাড় পাঠান পাড়া, পাগার ফকির মার্কেট, পাগার বাগদাদিয়া, ছালামের আটার কল, আলেরটেক,৪৪নং ওয়ার্ডের গোপালপুর পশ্চিমপাড়া, ৪৭নং ওয়ার্ডের মরকুন মধ্যপাড়া, শিলমুন পশ্চিমপাড়া, ৪৬নং ওয়ার্ডের নোয়াগাঁও,সাহাজউদ্দিন সরকার স্কুল রোড,৪৮নং ওয়ার্ডের দত্তপাড়া কাজিম ভিলা, বনমালা রেলগেটের পাশে ও বড় দেওড়া মিত্রিবাড়ী।
গাজীপুর মহানগর ৪৩ নং আওয়ামী লীগের ১নং যুগ্ন-আহবায়ক মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় পানির পাম্প নির্মাণের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ৪৩ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, প্রখ্যাত শ্রমিক নেতা মতিউর রহমান বিকম,মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস জামান ফিরু, ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল,আহবায়ক সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম,সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বাবু,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান,আলমগীর হোসেন,৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন,ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান খান সুমন,সাধারণ সম্পাদক আতিক হাসান অনিক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় পানির পাম্প এর উদ্বোধক গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ বলেন দীর্ঘদিনের পানি সংকট নিরসন করার লক্ষে একসাথে ২৪টি পানির গভীর নলকূপ উদ্বোধন বাংলাদেশের কোথায়এমন পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘস্থায়ী মেয়েদের পানির যে গভীরতা গভীর নলকূপ স্থাপন করা হয়েছে তা প্রতি ঘন্টায় ১৫ লক্ষ লিটারপানি উত্তোলন করতে সক্ষম হবে এবং তিন কিলোমিটার পর্যন্ত মানুষের সুফল ভোগ করতে পারবেন।