মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।
কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৮ মার্চ ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নোয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর নোয়াবাজার গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ ফারুক হোসেন (২৬)।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৯ মার্চ ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড় সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৪.৫ গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। জয়পুরহাট জেলার সদর থানার মাস্টারপাড়া গ্রামের মৃত বিশু ওরাও এর ছেলে লাবণ ওরাও (৩২) ২। একই থানার সিত্রাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে হিরা মন্ডল (৩০); ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে মোঃ সবুজ (৩৯); এবং ৪। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দেউস গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২২)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক হোসেন (২৬) এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী লাবণ ওরাও (৩২), হিরা মন্ডল (৩০), মোঃ সবুজ (৩৯) এবং হাবিবুর রহমান (২২) দের বিরুদ্ধে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।