1. admin@doinikbangladeshsangbad.com : admin :
  2. alim464546f@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  3. mehedihasanshipon789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  4. mehedihasan789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
কারিগর কমলেও পনির টিকে আছে ঐতিহ্যে। - দৈনিক বাংলাদেশ সংবাদ - Daily Bangladesh Sangbad
২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ| ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১:১৩|
শিরোনামঃ
এগিয়ে যাচ্ছে নোয়াখালী দ্বীপ হাতিয়ার কিশোর কিশোরী ক্লাব এর কার্যক্রম। বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় শিক্ষককে মারপিট নাজিরপুরে স্বাধীনতা দিবসে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করে নাই উপজেলা বিএনপি *আমতলীতে বৃষ্টিতে ভেসে গেছে তরমুজচাষিদের স্বপ্ন * ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ২৬ শে মার্চের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা শাহজাদপুরে বিশ্ব নাট্য দিবস পালিত। রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বিধবা, প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হাওরে একটি মাএ কাঁচা রাস্তার জন্য ১ হাজার একর বোরো ফসল তোলা নিয়ে শংঙ্কায় রয়েছে কৃষকরা, রাস্তা পাকা কারণের দাবি কৃষকদের।

কারিগর কমলেও পনির টিকে আছে ঐতিহ্যে।

সাংবাদিকের নাম
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৯ বার পড়েছেন

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ:– মোগল আমল থেকেই সুনাম আছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনিরের। হাওর অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় সম্প্রতি দেশব্যাপী এর প্রসার বেড়েছে। গণভবন ও বঙ্গভবনের পাশাপাশি এই পনির এখন দেশের বাইরেও যাচ্ছে নিয়মিত। তবে পৃষ্ঠপোষকতার অভাবে পেশা বদল করছেন পনির তৈরির কারিগররা। অষ্টগ্রাম উপজেলার কয়েকটি ইউনিয়নের মাত্র ১০-১২টি পরিবার এখন পনির তৈরির কাজ করে। উত্তরাধিকার সূত্রে পাওয়া এ পেশাকে ধরে রেখেছেন পরিবারের সদস্যরা। মূলত কৃষিকাজের ফাঁকে পনির তৈরি করেন তারা। অষ্টগ্রামের কুতুবশাহী মসজিদ এলাকার বাসিন্দা তোরাব আলীর দাদা এক সময় পনির তৈরি করতেন। দাদার থেকে শিখেছেন তার বাবা। আর বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এখন পনির তৈরি করছেন ৭৫ বছর বয়সী তোরাব। সম্প্রতি আলাপকালে তোরাব আলী বলেন, ‘দাদার মুখ থেকে পনির তৈরির যে গল্প শুনেছেন, সে হিসেবে প্রায় ৩০০ বছর আগে থেকে এ এলাকার লোকজন পনির তৈরি করতেন। উপজেলায় দত্তপাড়া নামের একটি বসতি ছিল। তখনকার অভিজাত শ্রেণির দত্ত বংশীয়দের মাধ্যমেই সর্বপ্রথম এখানে বাণিজ্যিকভাবে পনির তৈরি শুরু হয়।’ অষ্টগ্রামের মৌলভীবাজারে পনির তৈরি করেন মন্টু মিয়া। তার সঙ্গে কাজ করেন স্ত্রী সাফিয়া ও কলেজপড়ুয়া ছেলে আকাশ। মন্টু মিয়া বলেন, ‘অষ্টগ্রামে এক সময় মোগল ও পাঠানদের ছাউনি ছিল। তারা হাওরে ঘুরতে গিয়ে দেখে কৃষকরা দুধ দিয়ে ছানা তৈরি করছে। শখ করে তারাও কৃষকদের এ কাজে সহযোগিতা করে। পরে ওই ছানা দিয়েই তৈরি করে সুস্বাদু খাবার। তারা এ খাবারের নাম দেয় পনির।’মন্টু মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার জানান, ‘প্রথমে কাঁচা দুধ সংগ্রহ করে বড় একটি পাত্রে রাখা হয়। এরপর পুরোনো ছানার পানি (বীজ পানিও বলা হয়) অথবা মাওয়া (গরু জবাইয়ের পর পর্দা কেটে শুকিয়ে তৈরি করা হয়) দিয়ে ১৫-২০ মিনিট রেখে দেয়া হয়। দুধ জমাট বেঁধে ছানায় পরিণত হলে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়। ছানার টুকরোগুলো বাঁশের টুকরি বা ফর্মায় তোলা হয়। পনিরের পানি ঝরে যাওয়ার পর প্রতিটি পনিরের মাঝে তিনটি ছিদ্র করে লবণ ঢুকিয়ে দেয়া হয়। লবণ দিলে দীর্ঘদিন সেগুলো সংরক্ষণ করা যায়। এরপর লবণ দেয়া পনির পলিথিন দিয়ে মুড়িয়ে প্যাকেটজাত করা হয়।’ সাফিয়া আক্তার বলেন, ‘এক কেজি পনির তৈরিতে ১০ কেজি দুধের প্রয়োজন হয়। দুই বছর আগেও ৫০০-৬০০ টাকায় প্রতি কেজি পনির বিক্রি করা সম্ভব ছিল। কিন্তু এখন দুধের দাম বাড়ায় প্রতি কেজি পনির বিক্রি করতে হচ্ছে ৮০০-৮৫০ টাকায়।’ কারবালা হাটির পনিরের কারিগর এস এম নিশান মিয়াও বাপ-দাদার পুরোনো পেশাকে আকড়ে ধরে রেখেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি (মো. আব্দুল হামিদ) হাওরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পনির তৈরি করেন। আবার ফেরার পথেও তিনি অষ্টগ্রামের পনির নিয়ে যান। পরে বঙ্গভবন থেকে সেই পনির উপহার হিসেবে পাঠানো হয় গণভবনে।’ কশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘উপজেলা প্রশাসন পনির উৎপাদনকারীদের তালিকা করে পর্যটন করপোরেশনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পনিরশিল্পকে টিকিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এই নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 doinikbangladeshsangbad.com