1. admin@doinikbangladeshsangbad.com : admin :
  2. alim464546f@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  3. mehedihasanshipon789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
  4. mehedihasan789@gmail.com : বাংলাদেশ সংবাদ ডেস্ক : বাংলাদেশ সংবাদ ডেস্ক
২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:০৯|
শিরোনামঃ
বৈতরণী পল্লীবাসীর উদ্যোগে মহতী ধর্মসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত বন মামলায় ইসলামপুরের এক ইউপির সদস্যের জেল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন,বাংলাদেশে উৎপাদিত ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা স্বর্ণের বার বিদেশে রপ্তানি হবে। শ্রমিকদের পূর্বের বকেয়া বেতন- ভাতাসহ রেশন কার্ড চালুর দাবিতে বিএল এফ’র প্রতিবাদ সভা বৃষ্টিতে ঢাকায় দূষণ কমে বায়ুমানের উন্নতি আপনি ঠকেছেন বলে কি, আপনি ও ঠকাবেন? সুইডেন প্রবাসী কবি মাহমুদ রেজার সাংবাদিকদের সাথে মতবিনিময় ঠাকুরগাঁওয়ে ঝলঝলি পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেড়মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। নাজিরপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে নাজিরপুর দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ কোরআন সম্মাননা অনুষ্ঠান!

সাংবাদিকের নাম
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৮ বার পড়েছেন

 

কক্সবাজার জেলা প্রতিনিধি :

আজ (১৯শে মার্চ) রবিবার। কক্সবাজারের ইতিহাসে মা`হাদ আন-নিবরাস কর্তৃক পাবলিক হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ কোরআন সম্মাননা অনুষ্ঠান।
বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র অবস্থিত আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে সুপ্রতিষ্ঠিত যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন নিবরাস। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতনামা আলেমদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠান। এবারও এর ব্যত্যয় ঘটেনি। দেওয়া হয়েছে একসাথে ৪০ জন হাফেজকে দস্তারবন্দি।
আজ সকাল( ১০টায়) মা’হাদ আন-নিবরাসের সুদক্ষ শিক্ষাপরিচালক মাওলানা আনসারুল্লাহ সাহেবের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের তুখোড় মেধাবী ছাত্র দেশসেরা হাফেজ মুশফিকুর রহমানের অসাধারণ মনোমুগ্ধকর কোরআন তেলওয়াত এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মহেশখালী তথা কক্সবাজারের সূর্য সন্তান মাওলানা শায়খ জিয়াউল হক( হাফি.) সাহেবের উদ্বোধনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সূচনা বক্তব্যে তিনি বলেন, “ইসলামি ও জাগতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্যে ২০১৮ সালে মা’হাদ প্রতিষ্ঠা হয়।ইসলামি মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের সুপ্ত বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা কাজ করছি”। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের নায়েবে মুদির, আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, শাইখুল হাদিস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা ও খতিব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদ। হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালক, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। জনাব মোঃ নাছির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, কক্সবাজার। মাওলানা মুফতি আমিমুল ইহসান, মুহাদ্দিস, জামেয়া সিরাজুল উলুম আরবিয়া, ঢাকা ও সিইও, মাদানী কুতুবখানা ও আল-বারাকা পাবলিকেশন্স। মাওলানা রুহুল আমিন সাদী, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা। মাওলানা মুহসিন শরীফ, পরিচালক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা, রামু। মাওলানা ক্বারী জহিরুল হক, পরিচালক, দারুল কুরআন কমপ্লেক্স, কক্সবাজার। মাওলানা ক্বারী আব্দুল খালেক নেজামী, খতিব, বদর মোকাম জামে মসজিদ, কক্সবাজার। মাওলানা আবু মুসা, সভাপতি, খেলাফত মজলিস, কক্সবাজার জেলা। মাওলানা হাফেজ রিয়াদ হায়দার, প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, কক্সবাজার শাখা। মাওলানা হাফেজ ইউনুছ ফরাজী, পরিচালক, দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসা, কক্সবাজার। মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, মুহাদ্দিস, ইসলামিয়া আজিজুল মাদরাসা, হোয়াইক্যং, টেকনাফ ও খতিব, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা হাফেজ আবুল মনজুর, খতিব, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদ, কক্সবাজার। অ্যাডভোকেট নেজামুল হক, সিনিয়র আইনজীবী, জেলা দায়রা ও জজ আদালত, কক্সবাজার। জনাব শামসুল হক শারেক, ব্যুরো চীফ, দৈনিক ইনকিলাব, কক্সবাজার আঞ্চলিক অফিস। জনাব নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা। অ্যাডভোকেট আব্দুর রহিম, সিনিয়র আইনজীবী, জেলা দায়রা ও জজ আদালত, কক্সবাজার। জনাব রুহুল আমিন সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী, কক্সবাজার। জনাব ইমাম খাইর, কক্সবাজার ব্যুরো চীফ, পার্বত্য নিউজ ডটকম। মাওলানা হাফেজ মুঈন উদ্দিন লতিফী, পরিচালক, মারকাযুল মাদীনা আল-লতিফী আল-ইসলামী, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। মাওলানা ক্বারি হুমায়ুন রশিদ, ক্বিরাত বিভাগীয় প্রধান, জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা, রামু। মাওলানা নুর মোহাম্মদ বারী, সিনিয়র শিক্ষক, দারুল আমান একাডেমি, কক্সবাজার। মাওলানা নুরুল হক চকোরী, হিসাবরক্ষক, বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স। মাওলানা হাফেজ মুহাম্মদ হারেস, পরিচালক, তাওযীহুল উম্মাহ মডেল মাদ্রাসা, কক্সবাজার। মাওলানা হাফেজ উমর ফারুক, সভাপতি, খেলাফত মজলিস, কক্সবাজার শহর শাখা। হাফেজ মাহমুদুল হাসান আশরাফি,ইরান আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী।


অনুষ্ঠানে জনাব রহমত উল্লাহ, জনাব এসএম হেলাল উদ্দিন ও জনাব শহিদ হোসাইন অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দিয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল।
সম্মাননাপ্রাপ্তদের তালিকা:
০১। নাম: আব্দুল্লাহ আব্দুর রহমান
পিতা: আব্দুর রহমান
ঠিকানা: উত্তর রুমানিয়ারছড়া, পৌরসভা, ককসবাজার
০২। নাম: ফারহান কবির
পিতা: ফজল করিম
ঠিকানা: মাবুদ কমপ্লেক্স, হাসপাতাল রোড, কক্সবাজার
০৩। নাম: আব্দুল আজিজ আব্দুর রহমান
পিতা: আব্দুর রহমান
ঠিকানা: উত্তর রুমালিয়ারছড়া, পৌরসভা, কক্সবাজার
০৪। নাম: আবরার ফাহিম
পিতা: আইয়ুব মিয়া
ঠিকানা: পানিরছড়া, রশিদনগর, রামু, কক্সবাজার
0৫। নাম: শাহরিয়ার হোসাইন ওয়াহাব
পিতা: এস.এম. হেলাল উদ্দিন
ঠিকানা: মাঝিরঘাট, টেকপাড়া, পৌরসভা, ককসবাজার
০৬। নাম: আবিদ আল-আবরার
পিতা: আবছার কামাল চৌধুরী
ঠিকানা: খোৱশা পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
০৭। নাম: শরফুদ্দিন হোসাইন
পিতা: মুহাম্মদ শহীদুল্লাহ
ঠিকানা: মাস্টারপাড়া, খরুলিয়া, বিলংজা, সদর, কক্সবাজার
০৮। নাম: মুহাম্মদ রাইয়ান
পিতা: রহমত উল্লাহ
ঠিকানা: সৈকত গাড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার
০৯। নাম: ফাহাদ
পিতা: ফরিদুল আলম
ঠিকানা: ফকির পাড়া, পুরুশকুল, সদর, কক্সবাজার
১০ নাম: মুহাম্মদ নূর
পিতা: নুরুল আলম
ঠিকানা: ভালুকিয়াপালং, রত্নাপালং, উদ্বিয়া, ককসবাজার
১১। নাম: তারেকুল ইসলাম
পিতা: হাবিব উল্লাহ
ঠিকানা: ফলঘাট পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
১২। নাম: মুহাম্মদ ইমরান
পিতা: শামসুল আলম
ঠিকানা: কুলিয়াপাড়া, পুরুশকুল, সদর, কক্সবাজার
১৩। নাম: নাঈমূল হাকিম নাঈম
পিতা: মনজুর আলম
ঠিকানা: নতুন মহাদ, চৌফলদন্ডী, সদর, কক্সবাজার
১৪। নাম: আরিফুল ইসলাম
পিতা: নবী সুলতান
ঠিকানা: মফিরকাটা, গর্জনিয়া, স্নায়ু, করবাজার
১৫। নাম: কাইফ হাসনাত আদর
পিতা: শহীদ হোসাইন
ঠিকানা: বলাইছড়ি, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান
১৬। নাম: মুহাম্মদ বিন সরওয়ার
পিতা: সরওয়ার সাহেল
ঠিকানা: উত্তর পুকুরিয়া, রাজাপালং, উখিয়া, ককসবাজার
১৭। নাম: আবু আনাস
পিতা: মুহাম্মদ আবু নাছের
ঠিকানা: নিয়াজির পাড়া, চাকমারফুল, রামু, কল্পবাজার
১৮। নাম: মুহাম্মদ ইউসুফ
পিতা : মাওলানা মুফতি রশিদ উল্লাহ
ঠিকানা: উত্তর জলদি, বাঁশখালী, চট্টগ্রাম
১৯। নাম: মুহাম্মদ হোসাইন
পিতা: মাওলানা এমদাদ উল্লাহ
ঠিকানা: চেয়ারম্যান ঘাটা, এবিসি ঘোনা, পৌরসভা, কক্সবাজার
২০। নাম: শাহরিয়ার হোসাইন এয়াহাব
পিতা: আবছার কামাল চৌধুরী
ঠিকানা: খোরশা পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
২১। নাম: উমর ফারুক আফিফ
পিতাঃ মাওলানা নজরুল ইসলাম
ঠিকানা: পানিরছড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
২২। নাম: রাশিদুশ শাবাব
পিতাঃ গিয়াস উদ্দিন
ঠিকানা: উত্তর বিছামারা, সদর, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
২৩। নাম: নুরুল আবছার
পিতা: আব্দুশ শুকুর
ঠিকানা: ঝিমংখালী, হোয়াইক্যং, টেকনাফ, কক্সবাজার
২৪। নাম: মুহাম্মদ শাহ জাহান
পিতাঃ সিরাজুল ইসলাম
ঠিকানা: ধলঘটি পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
২৫। নাম: মুহাম্মদ ফয়সাল
পিতাঃ দেলোয়ার হোসেন
ঠিকানা: ধলঘাট পাড়া, হোস্নানক, মহেশখালী, কল্পবাজার
২৬। নাম: মুহাম্মদ আদিল
পিতা: আব্দুস সালাম
ঠিকানা : কালালিয়াকাটা, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
২৭। নাম: মুহাম্মদ রাইয়ান
পিতা: রহমত উল্লাহ
ঠিকানা: সৈকত পাড়া, কক্সবাজার পৌরসভা, করবাজার
২৮। আবিদ আল আবরার
পিতা: আবছার কামাল চৌধুরী
ঠিকানা: খোরশা পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
২৯। নাম: শরফুদ্দিন হোসাইন
পিতা: মুহাম্মদ শহীদুল্লাহ
ঠিকানা: মাস্টারপাড়া, খরুলিয়া, ঝিলংজা, সদর, কক্সবাজার
৩০। নাম: মুহাম্মদ নূর
পিতা: নুরুল আলম
ঠিকানা: ভালুকিয়াপালং, রত্নাপালং, উগিরা, ককসবাজার
৩১। নাম: তারেকুল ইসলাম
পিতা: হাবিব উল্লাহ
ঠিকানা: ধলঘাট পাড়া, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার
৩২। নাম: ফাহাদ
পিতা: ফরিদুল আলম
ঠিকানা: ফকির পাড়া, খুরুশকুল, সদর, কক্সবাজার
৩৩। নাম: মুহাম্মদ ইমরান
পিতা: শামসুল আলম
ঠিকানা: কুলিয়াপাড়া, পুরুশকুল, সদর, কক্সবাজার
৩৪। নাম: নাঈমুল হাকিম নাঈম
পিতা: মনজুর আলম
ঠিকানা: নতুন মহাল, চৌফলদন্ডী, সদর, কক্সবাজার
৩৫। নাম: মুয়াজ বিন সরওয়ার
পিতা: সরওয়ার সাহাল
ঠিকানা: উত্তর পুকুরিয়া, রাজাপালং, উখিয়া, কক্সবাজার
৩৬। নাম: রায়েদ আহমদ
পিতাঃ রাহমত উল্লাহ
ঠিকানা: টেকপাড়া পৌরসভা, ককসবাজার
৩৭। নাম: তানজিল আহমদ সাজিদ
পিতা: মুহাম্মদ সরওয়ার আলম
ঠিকানা: বড় বাজার পৌরসভা, কক্সবাজার
৩৮। নাম: শেফায়ত উল্লাহ
পিতা: মুফিজুর রহমান
ঠিকানা: ভালুকিয়াপালং, রত্নাপালং, উদিয়া, কক্সবাজার
৩৯। নাম: আশরাফ আল-আলিফ
পিতা: আব্দুল্লাহ আল-মামুন
ঠিকানা: কাঠাবনিয়া, সুবর্ণচর, নোয়াখালী
৪০। নাম: মুহাম্মদ ফাহিম
পিতা: আরিফ উল্লাহ
ঠিকানা: চোরাংখালী, ইনানী, জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।
উল্লেখ্য যে, গত বছর (২০২২) ৩৭জন হাফেজকে দস্তারবন্দী করা হয় এবং দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল Channel24 ও NEWS24 কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন
প্রতিযোগিতায় যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানারআপ এবং কক্সবাজার জেলা হুফফাজুল কুরআন সংস্থা কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম স্থান অর্জন করতে সক্ষম হয়। এছাড়াও গতবছর বেফাকের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে ১ম স্থান ও যৌথভাবে ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করে এবং জেলাভিত্তিক বিভিন্ন সাহিত্যক (আরবি, বাংলা,ইংরেজি) প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
পরিশেষে, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক, উপস্থিত সম্মানিত অতিথি, অভিভাবক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মা’হাদ আন-নিবরাসের উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 doinikbangladeshsangbad.com