নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জামজামি ইউনিয়নের জামজামি টু পাঁচলিয়া রাস্তায় নিম্মমানের ইট দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যাবে।
সরেজমিন ঘুরে এর সতত্যও মিলেছে।
জানা গেছে পাঁচলিয়া থেকে জামজামির অভিমুখে গ্রামীন সড়ক মেরামত ও প্রকল্পের আওতায় ৩১৫৬ মিটার রাস্তার সংস্কার কাজ শুরু হয় ০৯/১০/২০২২ থেকে যা শেষ হওয়ার কথা আছে ২২/০১/২০২৩ তারিখ পর্যন্ত । এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহব্বান করা হলে ১ কোটি ৪২ লাখ১৫ হাজার ৩৪১ টাকা ব্যায়ের এই সড়কটির কাজ পাই মেসার্স আজাদ এন্টারপ্রাইজ। এই কাজে রাস্তায় নিম্মমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
গনমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ BSB ভাটা থেকে কম দামে নিন্মমানের ইট ক্রয় করে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে।’পরবর্তীতে তথ্য নিশ্চিত হওয়ার জন্য BSB ব্রিকস ভাঁটায় গেলে ভাটা মালিক বলেন সব কাগজে-কলমে এক নাম্বার ইট যাচ্ছে । কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আদলা ইট লাট হিসেবে ক্রয় করলে তাদের একটু সুবিধা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ এন্টারপ্রাইজ এর মালিক আজাদ আলীর সাথে মুঠোফনে কথা হলে তিনি বলেন কাজটি আমি পেয়েছিলাম, কিন্তু সেটি পরবর্তীতে জনাব হাসু মিয়ার কাছে বিক্রয় করে দিয়েছি।
এ বিষয়ে এলজিইডি অফিসে তথ্য জানতে চাইলে তাদের ভাষ্যমতে সংস্কার কাজে ২ নাম্বার ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নাই। গত দুইদিন কাজের সাইডে না যাওয়াই হয়তো এমন হতে পারে। পরবর্তীতে যদি ২নাম্বার ইট আসে তাহলে সেগুলো চিঠি দিয়ে ফেরত নেয়ার ব্যবস্থা করব।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেশের বাইরে ট্রেনিং এ থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি কমিশনার ভূমি জনাব রেজওয়ান নাহিদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি আমি তদন্ত করে দেখব এবং কাজের কোন গাফিলতি হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আলমডাঙ্গা উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সাথে মুঠোফনে কথা হলে তিনি বলেন ‘বিষয়টি আমি জেনেছি, ঐ কাজের সংস্লিষ্ট ঠিকাদার আজাদ এন্টারপ্রাইজকে বিষয়টি জানিয়েছি এবং ২ নাম্বার ইট তাদের উঠিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে ।